২৪ মে ২০১৮ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট এর ইফতার ও মাহফিল সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতন এবার ও সংগঠনটি অত্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে ইফতার মাহফিল করেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্বেচ্ছায় রক্তদাতাগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ এক সাথে ইফতার করেন। ওয়াহিদুল ইসলাম এর সঞ্চালনায় এবং মুজাহিদুল ইসলাম তিমু’র সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা জনাব উজ্জ্বল হোসেন, প্রভাষক উদ্ভিদবিজ্ঞান বিভাগ জনাব মোঃ সিরাজিস সাদিক, প্রভাষক লোক প্রশাসন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। ছাত্র উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক এবং অনুপ চক্রবর্তী।
ইফতার মাহফিলে সকল মুমূর্ষু মানুষের রোগমুক্তি এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজের আরো সম্প্রসারণ এর জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট বরিশাল বিশ্ববিদ্যালয় এর অন্যতম প্রধান একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোর জন্য বিনামূল্যে মানুষদের রক্তের গ্রুপ পরীক্ষা করে জানিয়ে দেওয়া, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং রক্তদান সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক নানান কর্মসূচী পরিচালনা করে থাকে।