বিএনপি নেতার বাড়ির বিতরে থাকা স্কুলে ভোট কেন্দ্র করার হুমকি দেয়ায় সিইসিসহ ৫ জনকে ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ৩০ মে বরিশাল সদর সহকারী জজ আদালতের বিচারক এ আদেশ দেন। শোকজ প্রাপ্তরা হলেন, বরিশাল সদর উপজেলার নির্বাচন অফিসার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব, প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, কাউন্সিলর ফিরোজ আহাম্মদের বাড়ির ভিতরে থাকা স্কুলে ভোট কেন্দ্র করার হুমকি দেয়ায় আদালতে মামলা দায়ের করেছে আওয়ামীলীগ নেতারা। ২৯ মে মঙ্গলবার বরিশালের সিনিয়র সহকারী জজ হাদিউজ্জামান বিচারাধীন সদর আদালতে মামলাটি দায়ের হয়।
বিবাদীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য এস এম আনিছুর রহমান, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলম ওরফে বদিউল আলম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, ২৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শাহানাজ পারভিন ডালিম ও বিসিসির সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অভিযোগে তারা বিবাদীদের বিরুদ্ধে এডভোকেট আজাদ রহমানের মাধ্যমে আরজীতে বলেন তারা সবাই ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।
ওয়ার্ডে ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা গত ৩০ জানুয়ারি স্থানীয় বিবাদীদের সমন্বয়ে এক সভা করে ৪ টি ভোটকেন্দ্রের স্থলে আরো দুইটি কেন্দ্র রূপাতলী হাউজিং এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় এবং সাগরদী পি টি আই ইনস্টিটিউটে ভোটকেন্দ্র করার সিদ্ধান্ত হয়।
জেলা নির্বাচন কমিশনার এতে সম্মতি প্রদান করে। ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফিরোজ আহাম্মেদ গোপনে বিবাদীদের সাথে আতাত করে তার মায়ের নামে অধুনা নিজ বাড়িতে নদীর পাড়ে প্রতিষ্ঠিত বেসরকারি আবেদুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র করার পায়তারা চালাচ্ছে।
যাতে তিনি সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট ডাকাতি করে কাউন্সিলর নির্বাচিত হতে পারে। বাদীগন এতে আপত্তি জানালে বিবাদীরা আশ্বস্থ করে গত ২৭ মে ওই বিদ্যালয়েই ভোটকেন্দ্র করার হুমকি দেয়। এভাবে মামলা দায়ের হলে আদালত আদেশের জন্য রেখে দেন। আজ শুনানি শেষে এ আদেশ দেন।