ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা রেসি। অনেকদিন ধরেই তাকে বড় পর্দায় দেখা যাচ্ছে না। বর্তমানে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এই ব্যস্ততার ফাকে সময় পেলে মাঝে মধ্যে নাটক কিংবা বিজ্ঞাপনে দেখা মিলে তার।
রোববার (২৬ মে) রাজধানীর উত্তরায় নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শরীফ আইরন মেশিনের এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন হাবিবুল ইসলাম হাবিব।
বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে রেসি বলেন, অনেকদিন পর আবার বিজ্ঞাপনে কাজ করলাম। স্বামী-সংসার আর সন্তানকে সময় দেওয়ার পর যে সময়টুকু পাই তার মধ্যেই কিছু কাজ করার চেষ্টা করি।
এ ছাড়া আমার বিউটি সেলুন নিয়ে ব্যস্ততা তো রয়েছেই। ভালো চলচ্চিত্রের অপেক্ষা করেই যাচ্ছি কিন্তু সেরকম কিছুই পাচ্ছিনা। এখন ভালো বাজেট কিংবা ভালো মানের গল্পের ছবি খুব কম। হাতে গোনা দুয়েকটা হচ্ছে।
উল্লেখ্য, বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ২০০৪ সালে বড় পর্দায় কাজ শুরু করেছিলেন রেসি। বিরতির আগ পর্যন্ত ৪০টি ছবিতে কাজ করেছেন তিনি।
এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’সহ তার অভিনীত বেশির ভাগ ছবিই বেশ ভালো ব্যবসা করেছিল। এরপর বিয়ে এবং সন্তানদের সময় দেওয়ার কারণে অভিনয় থেকে বিরতি নেন। সর্বশেষ বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ছবিতে তিনি কাজ করেন।