রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন নেইমার। মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন। পায়ের ইনজুরির কারণে ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন এই ব্রাজিল তারকা।
ব্রাজিলের রিওডি জেনিরোর পাশে তেরেসপলিসে ক্যাম্পে নেইমার এক ঘণ্টা সময় কাটান। ম্যানচেস্টার সিটিতে খেলা গ্যাব্রিয়েল জেসুস ও ড্যানিলোও এ দিন নেইমারের সঙ্গে অনুশীলনে অংশ নেন। অনুশীলনে এ দিন তিনি দূর পাল্লার ও ছোট শট নেন।

মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা শেষে ছাড়পত্র নিয়েই অনুশীলনে যোগ দিলেন নেইমার। এদিকে সাবেক ব্রাজিল তারকা রিভালদো ব্যালন ডি অ’র ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে নেইমারকে পিএসজি ছাড়ার আহ্বান জানিয়েছেন। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, আমি মনে করি রিয়াল মাদ্রিদ বা ইংল্যান্ডের কিছু ক্লাবে গেলেও তার সুযোগ থাকবে (ব্যালন ডি অ’র জেতার)। কারণ এখনও স্প্যানিশ লিগ বা ইংলিশ লিগের সমতায় যেতে পারেনি ফ্রেঞ্চ লিগ। সেখানে কিছু জটিলতা আছে।