18 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

বিয়ের আসরেই ঝগড়ার পর বিষপান, বরের মৃত্যু; লাইফ সাপোর্টে কনে

ঘটনাটি ভারতের। দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, ওই শহরের কানাদিয়া এলাকার আর্য সমাজ মন্দিরে বিয়ের আয়োজন হয় এক যুগলের। কিন্তু বিয়ের আসরেই ঝগড়া বাঁধে ২১ বছরের বর ও ২০ বছরের মাঝে।

ঝগড়া ও কথা কাটাকাটির জেরে বিষপান করেন বর। তা শুনে সঙ্গে সঙ্গে বিষপান করেন কনেও।
এদিকে, হাসপাতালে নেওয়া বরের মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর অসুস্থ কনেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেছেন, বিষপানের জেরে অসুস্থ হয়ে পড়া বরকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে নববধূ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি এখন লাইফ সাপোর্টে। কার্যত নিজের জীবন বাঁচাতে লড়াই করছেন।
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান খান নামের ওই কর্মকর্তা বলেন, “কনে যখন জানতে পারেন যে, বর বিষপান করেছেন, সঙ্গে সঙ্গে তিনিও তা পান করেন। ডাক্তাররা লোকটিকে মৃত ঘোষণা করেছেন, অন্যদিকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা ওই নববধূর অবস্থা খুবই গুরুতর। ”

তিনি আরও বলেছেন, বরের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন- ওই তরুণী গত কয়েক দিন ধরে ওই ছেলেকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল।

তবে ওই ছেলে তার ক্যারিয়ারের কারণে বিয়ের জন্য আরও দুই বছর সময় চেয়েছিল। কিন্তু মেয়েটি তা না মেনে বরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন।
এই ঘটনায় তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হামাসের দাবি অস্বীকার করল ইসরাইল

banglarmukh official

গাজায় হাসপাতালের বাইরে ইসরাইলি হামলা, ৫ সাংবাদিক নিহত

banglarmukh official

সিরিয়া পরিস্থিতি নিয়ে ভাষণে যে তথ্য দিলেন খামেনি

banglarmukh official

সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির

banglarmukh official

তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

banglarmukh official

লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন জেনারেলের বৈঠক, কী নিয়ে আলোচনা

banglarmukh official