লন্ডনের একটি আদালতে শুক্রবার নিজেকে নির্দোষ দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে হত্যার পরিকল্পনা করার দায়ে অভিযুক্ত ব্রিটিশ-বাংলাদেশি নাইমুর জাকারিয়া রহমান।
ভিডিও লিঙ্কের মাধ্যমে লন্ডনের ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে হাজির হয়ে নাইমুর নিজেকে নির্দোষ দাবি করেন।
নাইমুর রহমান (বামে) ও মোহাম্মদ ইমরান
গত নভেম্বরে নাইমুর রহমানকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ ইমরান নামে এক ব্রিটিশ নাগরিককে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দেয়ার বিষয়ে সাহায্য করেছেন বলেও নাইমুরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সূত্র: রয়টার্স