27 C
Dhaka
অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া আন্তর্জাতিক প্রচ্ছদ প্রশাসন

ভোররাত পর্যন্ত ১৩৫টি মামলা শুনে বিচারপতির রেকর্ড!

গ্রীষ্মের দীর্ঘ ছুটিতে যাওয়ার আগে, বকেয়া মামলার ভার কমাতে বিচারপতি ভোররাত পর্যন্ত মামলা শুনছেন, এ নজির সাম্প্রতিক অতীতে তো নয়ই, ভারতের বোম্বে হাইকোর্টের ইতিহাসেও নেই।

যে নজির গড়লেন বিচারপতি এসজে কাঠাওয়ালা। গত ৫ মে শনিবার থেকে একমাসের জন্য গ্রীষ্মের ছুটিতে বন্ধ থাকবে বোম্বে হাইকোর্ট। তাই মামলা জমিয়ে না-রেখে, গত এক সপ্তাহ ধরেই মধ্যরাত পর্যন্ত মামলা শুনেছেন বিচারপতি এসজে কাঠাওয়ালা। তবে, শুক্রবার তিনি অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দেন। একটানা শনিবার ভোররাত সাড়ে ৩ পর্যন্ত একের পর এক পেন্ডিং মামলার শুনানি হয়েছে হাইকোর্টের ২০ নম্বর রুমে, বিচারপতি এসজে কাঠাওয়ালার এজলাসে।

আদালত সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে পরদিন ভোররাত পর্যন্ত সর্বমোট ১৩৫টি মামলার শুনানি হয়েছে তার এজলাসে। এর মধ্যে ৭০টি মামলাই ছিল অত্যন্ত জরুরি।

বিচারপতির এই ধৈর্য দেখে অভিভূত প্রবীণ এক আইনজীবী। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍‌কারে ওই আইনজীবী বলেন, আমার মামলা শেষের দিকে ছিল। বিচারপতি দু-পক্ষের বক্তব্য ধৈর্য ধরে শুনছেন, রায় দিচ্ছেন— ভাবা যায় না!

আদালত সূত্রে খবর, বিচারপতি হিসেবে তিনি অন্যদের থেকে একটু আলাদাই। অন্য বিচারপতিদের এজলাস শুরু হয় সকাল ১১ টায়। কিন্তু, নিয়মিত তার এজলাস বসে সকাল ১০ টায়। থাকেন অন্যদের মতোই বিকেল ৫টা পর্যন্ত। এই সময়।

সম্পর্কিত পোস্ট

লেবাননে সংঘর্ষে ইসরাইলের ৪ সেনা নিহত, আহত ১৪

banglarmukh official

খামেনি গুরুতর অসুস্থ, উত্তরসূরি হবেন কে?

banglarmukh official

ইসরাইলের বিরুদ্ধে ‘নিশ্চিতভাবে’ প্রতিশোধ নেওয়া হবে: ইরান

banglarmukh official

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

banglarmukh official

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

banglarmukh official