ভোলা সদর উপজেলায় বৈদ্যুতিক আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
বুধবার (৩ মে) মধ্যরাতে উপজেলার ইলিশা জংশন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানান, রাত আড়াইটার দিকে বাজারের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের ইউছুফ সরদারের টিভি-ফ্রিজের শোরুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বাজারের মেশিনারি পার্টসের দোকান, ফাস্টফুডের দোকান, টিভি-ফ্রিজের দোকান, ওয়ার্কশপের দোকান, ওষুধের ফার্মেসি, সুতার দোকান, মেশিনারি মালামালের গোডাউন, ফার্নিচারের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা দুই কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।
ভোলা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ৮টি পুরোপুরি ও দুটি আংশিকসহ মোট ১০টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম ফায়ারসার্ভিসের সঙ্গে কাজ করেছে।