কবিতাঃ ভালোবাসি মা মাগো,
তুমি হাত পুড়িয়ে রান্না করতে
তবু নিজেই না খেয়ে আমায় খাওয়াতে।
আমি রোগে অসুস্থ হলে
সারা রাত নিদ্রাহীন কাটিয়ে দিতে তুমি।
মোনাজাতে কেউ আমার কথা না বললেও
তুমি ঠিকই আমার কথা বলতে।
মনে পড়ে যায় এখনো মাগো,
তোমার কোলে মাথা রেখে ঘুমানোর কথা।
গল্প বলতে অনেক
রূপকথা আর ভূতের গল্প।
তুমি আদর করে আমায়
খোকা বলে ডাকতে।
সুখে দুখে কেউ না থাকুক
তবু তুমি ছিলে আমার পাশে।
ভেঙে পড়েছি যখন
ভরসা দিয়েছো বুকে টেনে নিয়ে।
মাগো, তোমার এঋণ শোধ হবে না
ভালোবাসি তাই তোমাকেই মা।