রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে নিহত ইউপিডিএফ গণতান্ত্রিক এর আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মা ও সদস্য তনক চাকমার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে খাগড়াছড়ির তেতুলতলা এলাকায়।
শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ গ্রহণ করে বিভিন্ন আনুষ্ঠানিকতায় এ দাহক্রিয়া সম্পন্ন করা হয়। দাহক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
নিহত অপর তিনজানের লাশ তাদের স্বজনরা নিজ নিজ এলাকায় নিয়ে দাহ ও দাফন সম্পন্ন করেন।
উল্লেখ, গুলিতে নিহত শক্তিমান চাকমার দাহক্রিয়ায় মাইক্রোবাসযোগে যাওয়ায় পথে রাঙ্গামাটির নানিয়ারচর এলাকার বেতছড়ি এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে শুক্রবার ইউপিডিএফ গণতান্ত্রিক এর আহবায়ক তপন জ্যোতি চাকমা বর্মা ও মাইক্রো চালক মো: সজিব হোসেনসহ ৫ জন নিহত হয়।