29 C
Dhaka
এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল শিক্ষাঙ্গন

রাজাপুরে নদীভাঙনের কবলে মঠবাড়ী মাধ্যমিক বিদ্যালয়

বিষখালি নদীর ভাঙনে পড়েছে ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। ইতোমধ্যে বিদ্যালয়ের পূর্বপাশের একটি কক্ষ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়। এতে হারিয়ে যেতে বসেছে ‘বাদুরতলা স্কুল’ নামে পরিচিত বিদ্যালয়টি।

স্থানীয়রা বলেন, জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা না গেলে যেকোনো সময় পুরো বিদ্যালয় ও পাশের জামে মসজিদ নদীগর্ভে চলে যাবে। এতে অনিশ্চিত হয়ে পড়বে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া।

শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়টি ভেঙে গেলে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। তাই এটি রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।

প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, বিদ্যালয়টি রক্ষার জন্য একাধিকবার মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে ব্লক বা বড় গাছের পাইলিং না হলে পুরো বিদ্যালয় ভবনটি নদীতে তলিয়ে যাবে।

স্থানীয়রা বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পানি বেড়ে যাওয়ায় বর্ষা মৌসুমের আগেই বিষখালী নদীর বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। তীব্র ভাঙনে বাদুরতলা লঞ্চ টার্মিনাল, বাদুরতলা বাজার ও আশপাশের এলাকার সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে একাধিক বসতবাড়ি, প্রাথমিক বিদ্যালয় ও বাদুরতলা জামে মসজিদসহ বেশ কিছু স্থাপনা।

মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার বলেন, বিদ্যালয় ও বিষখালির ভাঙনের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বিদ্যালয়টি নিরাপদ স্থানে সরিয়ে নিতে জমি অধিগ্রহণের চেষ্টা করছি। অর্থাভাবে সেটাও সম্ভব হবে কি-না তা নিয়েও শঙ্কা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official