গত ২৮ মে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অতিপ্রয়োজনীয় ও আবশ্যকীয় অফিস ৩ জুন থেকে চালু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিপ্রয়োজনীয় ও আবশ্যকীয় অফিসমূহ ( ভাইস-চ্যান্সেলরের অফিস, রেজিস্ট্রার কার্যালয়, অর্থ ও হিসাব শাখা, প্রকৌশল শাখা, মেডিকেল সেন্টার, পরিবহন পুল) দপ্তর প্রধানের নির্দেশনা মোতাবেক ন্যূনতম জনবল নিয়ে রোস্টার প্রণয়ন পূর্বক চালু থাকবে। অফিস চলাকালীন সময় সকলকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখাতে হবে। অন্তঃসত্তা মহিলাগণ এবং সর্দি, কাশি, জ্বরসহ অন্যান্য গুরতর অসুস্থ ব্যক্তিকে দপ্তর প্রধানকে অবহিতপূর্বক অফিসে আসা থেকে বিরত থাকার জন্য বলা হয়। উল্লেখ্য, গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। তবে বেশ কয়েকটি বিভাগে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করেছে।