স্টাফ রিপোর্টার//কায়ুম খান:
আজ ১১ মে শনিবার ইয়ুথ ফর চেইঞ্জ এর আয়োজনে ৭১ এর চেতনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাখার সহযোগিতায় বরিশাল রাজধানী নার্সিং কলেজে অনুষ্ঠিত হল সেইভ ডিজিটাল স্পেস নামক ক্যাম্পেইন।
ছবি: শাওন অরন্য।
উক্ত ক্যাম্পেইনে অংশ গ্রহন করেন, রাজধানী নার্সিং কলেজের প্রায় ১১০ জন ছাত্র ছাত্রী। এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দা মাহফুজা মিষ্টি, ইয়ুথ এনগেজমেন্ট টিম বরিশাল,ইয়ুথ ফর চেইঞ্জ। আনজুম হোসেন রিমন, বরিশাল ডিভিশনাল মেম্বার,ইয়ুথ ফর চেইঞ্জ।ফজলে রাব্বি, বরিশাল ডিভিশনাল মেম্বার,ইয়ুথ ফর চেইঞ্জ।তৌসিফ ইসলাম শাওন, বরিশাল ডিভিশনাল মেম্বার, ইয়ুথ ফর চেইঞ্জ।
ছবি: শাওন অরন্য।
এছাড়াও উপস্থিত ছিলেন,বাহাউদ্দীন গোলাপ,সহকারী রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন,রাজধানী নার্সিং কলেজের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক সাইফুর রহমান মিরন। সুদীপ কুমার নাথ, একাডেমিক ডিরেক্টর, ফারজানা আক্তার,প্রভাষক।
ফাইল ছবি।
সেইভ ডিজিটাল স্পেস এর উপর বক্তব্য রাখেন, তৌসিফ ইসলাম শাওন এবং ফজলে রাব্বি।
ছবি: শাওন অরন্য।
সৈয়দা মাহফুজা মিষ্টি বলেন, ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশে কার্যক্রম শুরু করে ২০১৫ সালে। বর্তমানে ইয়ুথ ফর চেইঞ্জ যুক্তরাজ্য, বাংলাদেশ এবং তানজানিয়া তে কাজ করে।
তিনি আরো বলেন, শুধু মাত্র সঠিক তথ্যজ্ঞানের অভাব বা সচেতনতার অভাবে আমরা বিভিন্ন সময় ভার্চুয়ালি নানা বিপদে পরি, এ ধরনের বিপদ থেকে নিরাপদ থাকার জন্য সচেতনতা এবং ভার্চুয়াল জগতের সঠিক ব্যবহার শেখানোর জন্যই সেইভ ডিজিটাল স্পেস।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।
ছবি: শাওন অরন্য।