স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
গুগল আনুষ্ঠানিকভাবে মে মাসের প্রথম দিকে গুগল আইও ২০১৯ অ্যান্ড্রয়েড কিউ বিটা প্রোগ্রামের লিস্ট ঘোষণা করে যেখানে মোট ২১টি হ্যান্ডসেটের নাম প্রকাশ করে।
সেই লিস্টে হুয়াওয়ে এর মেট ২০ প্রো ছিল । মার্কিন নিষেধাজ্ঞা এবং গুগলের ব্যবসায়িক সম্পর্ক আংশিক স্থগিতের কারণে হুয়াওয়েয়ের পণ্যগুলি অ্যান্ড্রয়েড এন্টারপ্রাইজ প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডার ।
তবে অ্যান্ড্রয়েড পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে , হুয়াওয়ে মেট ২০ প্রো টি অ্যান্ড্রয়েড কিউ বিটা প্রোগ্রামের অংশ আবার আবির্ভূত হয়েছে । হুয়াওয়ে এবং গুগলের মধ্যে আলোচনায় কোন অগ্রগতি হয়েছে কিনা তা পরিস্কার না হলেও মেট ২০ প্রো ব্যবহারকারিদের জন্য সুসংবাদ ।
অ্যান্ড্রয়েড কিউ বিটা প্রোগ্রামের মোট ২১টি হ্যান্ডসেটের মধ্যে তালিকায় প্রথমেই আছে হুয়াওয়ে মেট ২০ প্রো।
বাকি হ্যান্ডসেট গুলি হল আসুস জেনফোন ফাইভ যেড,এসেন্সিয়াল ফোন, এলজি জি এইট, নোকিয়া ৮.১, অয়ান প্লাস সিক্স টি, অপ্পো রেনো, রিয়াল মি থ্রি প্রো, সনি এক্সপেরিয়া এক্স জেড থ্রি, টেকনো স্পার্ক থ্রি প্রো, ভিভো এক্স ২৭, ভিভো নেক্স এস, ভিভো নেক্স এ, শাওমি এম আই ৯, শাওমি এম এই মিক্স থ্রি ফাইভ জি, গুগল পিক্সেল থ্রি, গুগল পিক্সেল থ্রি এক্স এল, গুগল পিক্সেল টু, গুগল পিক্সেল টু এক্স এল, গুগল পিক্সেল, গুগল পিক্সেল এক্স এল।