গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৬০ জন। এর আগে প্রায় তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল শুক্রবার করোনায় মৃতের সংখ্যা কমেছিল।
এ দিন করোনায় ৫৭ জনের মৃত্যুর তথ্য জানায় সরকার। আজ শনিবার আবার এই সংখ্যা বাড়লো। এই ৬০ জনকে নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫১০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৫২ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যযন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন সাত লাখ ৬০ হাজার ৫৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ২৪৫ জন আর এখন পর্যন্ত সুস্থ হলেন ছয় লাখ ৮৪ হাজার ৬৭১ জন।
শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।