এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন

মা অফিসে থাকার সুযোগে শিশুকে ধর্ষন করে আসছিলেন এক নিকটাত্মীয়

📎[বাংলাদেশ পুলিশ ফেইসবুক পেইজের ইনবক্সে মেসেজের ভিত্তিতে ‌ব্যবস্থা। – মি‌ডিয়া এন্ড পিআর]

গত ২৭ এপ্রিল ২০২১ খ্রি. বাংলাদেশ পুলিশের ফেইসবুক পেইজের ইনবক্সে এক সচেতন নাগরিক একটি বার্তা প্রেরণ করেন। বার্তায় তিনি উল্লেখ করেন, চট্টগ্রামের পতেঙ্গায় এক মেয়ে শিশুকে ভয় দেখিয়ে ধর্ষন করে আসছিল শিশুটিরই এক নিকটাত্মীয়। তথ্যদাতা ব্যক্তি অন্য জেলায় থাকেন। তিনি শিশুটির মায়ের দিকের আত্মীয় হন। শিশুটি এক পর্যায়ে তার মাকে সব খুলে বলে। পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে তারা বিষয়টি লুকিয়ে রাখেন।

এই তথ্যটি জানার পর তথ্যদাতা ভদ্রলোক অপরাধের গুরুত্ব বিবেচনা করে এর শাস্তি প্রয়োজন মনে করেন। তিনি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসুবক পেইজ’ এর ইনবক্সে বিষয়টি জানিয়ে একটি বার্তা প্রেরণ করেন। বার্তাটি পেয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ওসি পতেঙ্গা মোহাম্মদ জোবাইর সৈয়দকে নির্দেশনা দেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে।

ওসি পতেঙ্গা এ বিষয়ে খোঁজ খবর নিতে এসআই সুবীর পাল, এসআই বাবুল আক্তার এবং এএসআই দিলরুবা খানমকে নিয়োজিত করেন। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়। তার প্রেক্ষিতে, বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুটির মা এ বিষয়ে মামলা করেছেন। অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। ভ‚ক্তভোগী মেয়েটি এবং তার মায়ের সাথে যোগাযোগ ও জিজ্ঞাসাবাদের জন্য একজন প্রশিক্ষিত নারী পুলিশ কর্মকর্তা নিয়োজিত ছিলেন। ভুক্তভোগীর পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতেও কাজ করছে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং।

সম্পর্কিত পোস্ট

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official