কর্ণকাঠীতে আবারও সেই কিশোর গ্যাংদের তান্ডবের শিকার অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ ২৪.কম এর স্টাফ রিপোর্টার হানিফ হাওলাদার রিয়াজ। রবিবার সন্ধায় মাদক সেবন করায় বাধা দেওয়ায় পারভেজ ওরফে (ডেন্ডি পারভেজ) ও শাকিল ওরফে ধর্ষক (শাকিল) ও সিয়াম এর নেতৃত্বে ১০/১৫ জন রিয়াজ এর উপর হামলা চালায়।হামলার সময় পকেট থেকে টাকা ছিনতাই ও মোবাইল ফোন ভাংচুর করে।
এর আগেও এদের নামে কিশোর গ্যাং, ধর্ষণ, মাদক ব্যবসা ও সেবন সহ রয়েছে বহু অভিযোগ। ধর্ষণ মামলায় জেলও খেটেছে তারা কিছু দিন চুপ থাকলেও আবারও তাদের পরিচয় জাগিয়ে তুলতে বিভিন্ন মানুষের উপর হামলা চালায় তারা।
কিছু দিন আগে ৭নং চরকাউয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বাসিন্দা ছালাম হাওলাদার এর উপর হামলা চালিয়েছে এই গ্রুপটি। এলাকার সম্মানিত লোকদের সালিসিতে জরিমানা করা হয় তাদের, ভুক্তভোগীরা ভয়ে তাদের সামনে মুখ খুলছেন না কেউ। কিভাবে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে পার পেয়ে যাচ্ছে তারা কে দেয় তাদের সেল্টার অভিযোগ ভুক্তভোগীদের। এলাকার সাধারণ মানুষ এদের হাত থেকে রক্ষা পেতে চায়, তাদের উপর পুলিশের জোর নজরদারীর দাবী করে।