দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৪১তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১৩ জন।
একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮ এবং সুস্থ হয়েছেন ৭৫৯ জন।
২৪ ঘন্টায় গতকালের চেয়ে আজ ১২ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৬ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৩৪৮ জন।
করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। গত ১৭ মে থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৩ জন এবং ষাটোর্ধ বয়সী ১৬ জন রয়েছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে ৪ জন করে, বরিশাল বিভাগে ১ জন এবং রংপুর ২ জন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ৭৮ শতাংশ, শনাক্ত বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৪০ শতাংশ, সুস্থতা কমেছে ৪২ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যু কমেছে ৮ দশমিক ৯৪ শতাংশ।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গতকাল ১৮ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ১৯ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৮ লাখ ৫ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪২ লাখ ৪৭ হাজার ২৫০টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ৫৮ হাজার ১৫৭টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। গতকাল পর্যন্ত শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ।