ই এম রাহাত ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাধীন ০১ নং রণগোপালদী ইউনিয়নের চরঘূর্ণী গ্রামের খালেক ফকিরের বাবা হাশেম ফকির প্রায় ৪৭ বছর আগে মারা গেছে। বর্তমান সময়ে ঘূর্ণিঝড় ইয়াসের কবলে পড়ে কবরটি ভেঙ্গে লাশ বেড় হয়ে গিয়েছে।
২৮-০৫-২০২১ ইং তারিখ রোজ শুক্রবার অক্ষত লাশের খবর পেয়ে শত শত এলাকাবাসী মরাদেহ দেখার জন্য ওই এলাকায় ভিড় করেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় লাশটি উদ্ধার করে, আজ ২৯-০৫-২০২১ ইং তারিখ রোজ শনিবার কয়েক শত লোকের উপস্থিতিতে লাশ স্থানান্তর করে অন্যত্র দাফন করা হয়।
কিন্তু এখানে আশ্চর্যজনক বিষয়টি হলো, তাঁর দেহটি এখনো ঠিক আগের মতোই ( আল্লাহু আকবার)।মহান আল্লাহর তায়ালার প্রিয় বান্দাদের দেহ কিছুতেই স্পর্শ করে না(সুবহানাল্লাহ)।
এলাকাবাসী জানায়,মৃত্যু হাশেম ফকির ওই এলাকার মধ্যে একজন ধার্মিক ছিলেন। শনিবার মরদেহটি সরিয়ে অন্য স্থানে দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।