27 C
Dhaka
এপ্রিল ১৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা খুলনা জেলার সংবাদ

আজ থেকে খুলছে খুলনা নিউ মার্কেট, বাজারে ভিড় বাড়ছেই

খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস: অবশেষে খুলনা নিউ মার্কেটও খুলে দেওয়া হচ্ছে। আজ বুধবার সকাল ১০টা থেকে মার্কেট খোলা থাকবে। নিউ মার্কেট দোকান মালিক সমিতির নেতা এ তথ্য জানিয়েছেন। এছাড়া খুলনা নগরীর সড়কগুলোর অন্যান্য ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে শুরু করেছে। নগরীর মার্কেটমুখী জনতার ভিড় গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। নগরীর বিভিন্ন সড়কঘুরে এ দৃশ্য দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, গত ১০ মে থেকে নগরীর ডাকবাংলা মোড় কেন্দ্রিক ১৭টি মার্কেট খোলার পর জনস্রোত নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নিউ মার্কেট দোকান মালিক সমিতি। তবে গতকাল মঙ্গলবার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে খুলে দেওয়া হবে নিউ মার্কেট। এতে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও উদ্বেগ বেড়েছে নগরবাসীর মাঝে। নিউ মার্কেটে ছোট-বড় মিলিয়ে ৬০০ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। খুলনা নিউ মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা জানান, স্বাস্থ্যবিধি মেনেই মার্কেটের দোকান খোলা হবে। এজন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা কাজ করছি। অন্যান্য মার্কেট খোলা থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কথা বিবেচনা করে দোকান খুলে দেওয়া হচ্ছে। এদিকে খুলনার ডাকবাংলা এলাকার মার্কেটগুলোতে উপচেপড়া ভিড় গতকালও অব্যাহত ছিলো। মার্কেটের ব্যবসায়ীদের গ্লোবস, মাস্ক ও জীবাণুুনাশক ব্যবহার করতে দেখা গেলেও এসবের বালাই ছিল না ক্রেতাদের মধ্যে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মানুষের ভিড় লেগেই ছিলো ডাকবাংলা এলাকায়। খুলনা বিপনী কেন্দ্র দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম বলেন, ক্রেতাদের বেশিরভাগই খুলনা শহরের বাইরে থেকে এসেছেন। শহরের নিয়মিত ক্রেতারা মার্কেটে আসছেন না। বেচাকেনা কিছুটা বেড়েছে। তবে ঈদের মতো না।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official