23 C
Dhaka
নভেম্বর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
World

আরেক ভয়ংকর ভাইরাসে ৫০০ ঘোড়ার মৃত্যু, মানবদেহে ছড়ানোর শঙ্কা

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর মধ্যে অজানা এক ভাইরাসে থাইল্যান্ডে ৫০০ ঘোড়ার মৃত্যু হয়েছে। ভাইরাসটি বাদুড় থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ডের একটি ঘোড়ার খামারে কয়েক দিনের মধ্যে একে একে ১৮টি ঘোড়ার মৃত্যু হয়েছে। ধারণা করা হয়েছিল, ঘোড়াগুলো করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। কিন্তু ঘোড়ার রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার পর দেখা গেছে করোনা নয়, অন্য এক অজানা ভাইরাসে মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২৩ মে) এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, অজানা ভাইরাসটি মানুষের মধ্যেও সংক্রমিত হয়ে মৃত্যুর কারণ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১০০ মাইল দূরের ওই খামারটিতে ৯ দিনে ১৮টি ঘোড়া মারা যায়।
খামারটির মালিক নোপাদল সারোপালা জানান, কীভাবে ঘোড়াগুলো মারা যাচ্ছিল কোনো কারণই ধরতে পারেননি তারা।
এদিকে ফেব্রুয়ারি থেকে সংক্রমিত হতে থাকা ভাইরাসটিতে যুক্তরাজ্যে ৫০০ এরও বেশি ঘোড়া মারা গেছে।
সেগুলোর রক্ত পরীক্ষা করে দেখা গেছে, আফ্রিকার ঘোড়ার অসুখের সঙ্গে মিল আছে তাদের উপসর্গের।

সম্পর্কিত পোস্ট

পরিচয় মিলেছে লিবিয়ায় নিহত বাংলাদেশিদের ২৪ জনের

banglarmukh official

করোনায় আক্রান্ত ৪৮ লাখ ৯১ হাজার

banglarmukh official

যাত্রীর গায়ে ৯৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকলে ফ্লাইট বাতিল

banglarmukh official

বিমানের টিকিটে ২০২১ সালের মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে

banglarmukh official

বিশ্বের প্রায় ২ লাখ মানুষের প্রাণ কাড়ল করোনা

banglarmukh official

দেশে করোনায় আক্রান্তে এগিয়ে ২১ থেকে ৩০ বছর বয়সীরা, সর্বনিম্নে শিশু-বৃদ্ধ

banglarmukh official