বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুরে মুগ ডালখেতে গরু বাঁধায় রশি দিয়ে দুই হাত গাছের সঙ্গে বেঁধে আরাফাত আকন (১৩) নামে এক কিশোরকে নির্যাতন করা হয়েছে।
রোববার এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্যাতিত কিশোরের মা ফরিদা বেগম। আহত আরাফাত আকন উপজেলার আউলিয়াপুর গ্রামের ইউনুস আকনের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার আউলিয়াপুর গ্রামের বাদল তালুকদারের গরু একই গ্রামের ইউনুস আকনের খেতের মুগ ডাল খায়। এ সময় মুগ ডালখেত থেকে গরুকে তাড়িয়ে দেয় আরাফাত আকন।
এ ঘটনা নিয়ে বাদল তালুকদার ও ইউনুস আকনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বাদল তালুকদার শনিবার বিকেলে আরাফাত আকনকে গাছের সঙ্গে রশি দিয়ে দুই হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।
আকনের মামা নয়ন খলিফা এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বাদল তালুকদার তাকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি মো. মাসুদুজ্জামান বলেন, ওই কিশোরকে নির্যাতনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের ধরতে জোর প্রচেষ্টা চলছে।