চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ২৪টি স্বর্ণসহ এক চীনা নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফ্যান রংগুই নামের ওই যাত্রী চট্টগ্রাম পৌঁছানোর পর তাকে সন্দেহবশত তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কাস্টমস কর্মকর্তারা জানান, বুধবার সকাল সোয়া ৭টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে শাহ আমানত বিমানবন্দরে নামেন ফান রঙগুই নামে এক চীনা নাগরিক। এ সময় তার তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় তার কাছে থাকা একটি চার্জার লাইট পরীক্ষা করে আড়াই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে গণমাধ্যমকে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।