তানজিম হোসাইন রাকিব: করোনার থাবায় সারা পৃথিবী যখন থমকে, খেটে খাওয়া মানুষদের পেটে যখন হাহাকার তখন ঐ মানুষগুলো সম্পুর্ন নির্বরশীল হয়ে পরে তার জনপ্রতিনিধির উপর। ভাসমান মানুষগুলোর একমাত্র সম্বল হয় তার জনপ্রতিনিধিরা। এখন প্রশ্ন আসে জনপ্রতিনিধিরা কতটুকু করে জনগনের জন্য? আমরা যদি বরিশালের কথা ধরি তাহলে দেখা যায় বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কতটুকু করেছেন বরিশালের জন্য।
আসুন জেনে নেই এই ক্লান্তিলগ্নে কি কি করেছেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
মার্চ ২৯, ২০২০ : করোনা সংক্রমণ ঠেকাতে বিসিসি মেয়র এর উদ্যোগে নগরীর অলিগলিতে জীবাণুনাশক স্প্রে
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে শুক্রবার থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়। মার্চ এর ২৭ ও ২৮ তারিখ ২৮ হাজার লিটার করে এবং মার্চ এর ২৯ তারিখ ৪০ হাজার লিটার নগরীর প্রানকেন্দ্র সদর রোড, গীর্জ্জা মহল্লা, হাসপাতাল রোড, বটতলা, আমতলা, বাংলা বাজার, পলাশপুর কলোনী, ২২ নং, ২৩, ২৪ এর একাংশ, ২৮ ও ৩০ নং ওয়ার্ডে বিসিসির পানি বিভাগের কর্মীরা তাদের পানিবাহী গাড়ি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে ঘিরে জীবাণুনাশক স্প্রে করে।