29 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলংগ্ন সদর রোডে এ কর্মসূচি পালিত হয়। সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন হাসপাতালের নার্স ও বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় বক্তৃতা করেন বিএম কলেজের সাবেক অধ্যাপক শাহ সাজেদা, উন্নয়নকর্মী আনোয়ার জাহিদ ও নার্স সেলিনা বেগমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বিগত দিনে অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে নারী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা দিন দিন বাড়ছে। তানিয়া হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সম্পর্কিত পোস্ট

আপনার সঙ্গে আলাদা করে কিছু বলব না স্যার: ব্যারিস্টার সুমন

banglarmukh official

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

banglarmukh official

আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ কেন নয়

banglarmukh official

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

banglarmukh official

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

banglarmukh official

ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

banglarmukh official