চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ গ্রহণ করবেন ভ্লাদিমির পুতিন। সবকিছু ঠিক থাকলে ক্ষমতায় থাকবেন আগামী ২০২৪ সাল পর্যন্ত। ২০০০ সাল থেকে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ায় ক্ষমতা আঁকড়ে ধরে আছেন পুতিন।
গত মার্চে অনুষ্ঠিত সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। তিনিই আবার দেশের প্রেসিডেন্ট হবেন এটা এখনো অনেক রুশই মানতে পারছেন না। তার শপথগ্রহণকে সামনে রেখে রাজপথে নেমেছে রুশরা। বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে প্রশাসন।
গতকাল একদিনেই রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিসহ প্রায় ১৬০০ মানুষকে আটক করা হয়েছে। পরে অবশ্য অ্যালেক্সেই নাভালনিকে ছেড়ে দেয়া হয়। নাভালনির অভিযোগ, জারের মতো স্বৈরতান্ত্রিকভাবে রাশিয়া শাসন করছেন পুতিন। সূত্র: বিজনেস ইনসাইডার