বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে গড় হিসেবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। এবছর প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, মোট পাশের হার ৭৯ দশমিক ৭০ হলেও বিজ্ঞান বিভাগে এবছর পাশের হার ৯১ দশমিক ৮০। আর ব্যবসায় শিক্ষায় পাশের হার ৮০ দশমিক ৫১ এবং মানবিক শাখায় ৭৪ দশমিক ৫৭। অপরদিকে মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন। যারমধ্যে বিজ্ঞান বিভাগই পেয়েছে ৪ হাজার ৩১ টি। আর মানবিক বিভাগ পেয়েছে মাত্র ৩২০, যার অর্ধেকেরও কম পেয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।
এ বিভাগে মোট জিপিএ-৫ এসেছে মাত্র ১৩২ টি। তবে তিনটি বিভাগের মধ্যে পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। আর জিপিএ-৫ এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ ব্যতিত বাকী ২ বিভাগেও মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে মেয়েদের থেকে ছেলেরা ৭ টি জিপিএ-৫ বেশি পেয়েছে।