হুজাইফা রহমানঃ
বরিশালে ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার রাতে নগরীর অশ্বিনী কুমার হলে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. নজরুল ইসলাম চুন্নু ও নির্বাচন কমিশনার অর্পূব গৌতম এর পরিচালনায় এবং নির্বাচনী পরিষদের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। সেখানে নাট্যজন কাজল ঘোষকে সভাপতি ও মিন্টু করকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে। যারা আগামী এক বছর বরিশালের সাংস্কৃতিক অঙ্গনকে নেতৃত্ব দেবেন।
এর আগে এগিয়ে চলার ৩৫ বছর সংস্কৃতির সংগ্রাম এগিয়ে চলা অবিরাম এই শ্লোগানে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, শান্তি দাস, আক্কাস হোসেন, শুভংকর চক্রবর্তী, বাসুদেব ঘোষ, কাজী সেলিনা, সুশান্ত ঘোষ, সুর্দশন বিশ্বাস টুটুল, মিজানুর রহমান, বিনয় ভুষণ মন্ডল প্রমুখ।