বরিশালে আরো এক সেবিকাসহ দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত দুজনই নারী। এদের মধ্যে একজন হচ্ছে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সেবিকা। তার বয়স ২৭ বছর। অপরজন হলো বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডের পুরানপাড়া এলাকার ২০ বছর বয়সী এক নারী।
মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনের রিপোর্ট পজেটিভ আসে। মঙ্গলবার রাত ১১টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়াসেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে।
এছাড়া তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার পর্যন্ত বরিশাল নগরী ও জেলার ১০ উপজেলায় ৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪ জন নারী এবং ৩৪ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।