বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গত কয়েক বছর ধরে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলেও ফল ভালো করছে মেয়েরা। পাসের হারসহ সবক্ষেত্রে এগিয়ে মেয়েরা। এবার এসএসসির ফলাফলে বিগত বছরের ধারা অব্যাহত রাখাসহ পরীক্ষার্থীর সংখ্যায়ও এগিয়ে গেছে মেয়েরা। বরিশাল বোর্ডে কমেছে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা।
এবার ছেলে পরীক্ষার্থীর ছিল ৫২ হাজার ৫৯৯ জন এবং মেয়ে পরীক্ষার্থী ছিল ৫৪ হাজার ২২ জন। সে হিসেবে মেয়ে পরীক্ষার্থী ১ হাজার ৪২৩ জন বেশি। পাসের হারেও মেয়েরা ছেলেদের চেয়ে ৫ দশমিক ৯২ ভাগ এগিয়ে।
রোববার দুপুর ১২টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন ।
পরিসংখ্যানে দেখা যায়, মাধ্যমিক পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার ৬২১ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর ছিল ৫২ হাজার ৫৯৯ জন। পাস করেছে ৩৯ হাজার ১৩৮ জন। ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৪১ ভাগ। মেয়ে পরীক্ষার্থী ৫৪ হাজার ২২ জনের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৩৯৭ জন। মেয়েদের পাশের হার ৮০ দশমিক ৩৩। ছেলে পরীক্ষর্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭২ জন এবং মেয়ে পরীক্ষর্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২১৭ জন।
বিভাগভিত্তিক বিজ্ঞান বিভাগে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৯৯ ও মেয়েদের পাসের হার ৯২ দশমিক ৬৫ ভাগ, মানবিক বিভাগে ছেলেদের পাসের হার ৬২ দশমিক ৪৬ ও মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৮১, ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ০৯ ও মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৬০ ভাগ।