মেহেন্দিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রিয়ান (৮) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে।
জানা গেছে, ওই ইউনিয়নের বাসিন্দা আকাশ হোসেনের ছেলে মাঠখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র রিয়ান প্রতিদিনের ন্যায় রবিবার সকাল অনুমান ৯টার সময় বিদ্যালয়ে যাওয়ার সময় রাস্তায় পাশে ঝড়ের কারণে ছিড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের মেইন লাইনের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার লাশ দেখে পরিবারের লোকজনকে সংবাদ দেয়।
এদিকে স্কুল ছাত্র রিয়ানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই দূর্ঘটনার জন্য স্থানীয়রা পল্লী বিদ্যুতের উদাসীনতা এবং দায়িত্ব পালনে অবহেলাকে দায়ী করে বলেন, আগেরদিন ঝড়ের কারণে মেইন লাইনের তার ছিড়ে রাস্তার পাশে মাটিতে পড়ে থাকলেও তারা লাইনটি ভালো ভাবে চেক না করে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।