বরিশালে শিশু পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
এদের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন স্থান থেকে ১১জন শিশুকে ভারতে পাচারের অভিযোগ রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো: মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাতে নগরের রসুলপুর বস্তিতে অভিযান চালানো হয়। এসময় মুক্তা, চামেলি ও হারুণ নামে তিন শিশু পাচারকারীকে তাদের নিজ বাসা থেকে আটক করা হয়।
সম্প্রতি মুক্তা দুটি শিশুকে ভারতে পাচারের সময় একটি শিশুকে বিজিবি উদ্ধার করে ফেরত পাঠায় বলে জানায় পুলিশ। সে শিশুটি রসুলপুরেরই বাসিন্দা। বাকী শিশুটিকে এখনও উদ্ধার করা যায়নি।
আটককৃতদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলে দাবী করেছে পুলিশের।