বরিশালের সদরে নিজ বাড়ি থেকে সোনিয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খা বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সোনিয়া সারসী গ্রামের আজাহার খার মেয়ে। সে লাকুটিয়া সিনিয়র আলিম মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, চার বোনের মধ্যে সবার ছোট ছিলে সোনিয়া। মা না থাকায় এবং তিন বোনের বিয়ে হয়ে যাওয়ায় বাবার সঙ্গে থাকতো সোনিয়া। রাতে আজাহার খা ঘরে ঢোকার সময় দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান সোনিয়াকে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে তা প্রেরণ করা হয়েছে। আত্মহত্যা করেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি বলা যাবে।