27 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বাকেরগঞ্জে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবস উদযাপন

মোঃ সুমন ভূঁইয়া॥

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে বাকেরগঞ্জে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

১লা’ মে (সোমবার) বিকাল ৪’টায় সরকারী বাকেরগঞ্জ কলেজ প্রাঙ্গণে জাতীয় বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ডাকুয়ার সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেন হাওলাদার এর সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী দের কে নিয়ে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে বাকেরগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শোভাযাত্রা বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শোভাযাত্রা সমাপ্ত ঘোষনা করা হয়।

উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কে নিয়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জননন্দিত পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, মশিউর রহমান জমাদ্দার, হাফিজুল ইসলাম নান্না, মাসুদ আকন, আওয়ামী যুবলীগের মোখলেসুর রহমান, খন্দকার জিয়াউর রহমান রিপন, আবুল কালাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া।

অনুষ্ঠান সহযোগিতায় শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম নান্নু, আরিফুর রহমান চুন্নু, শহিদুল ইসলাম হাওলাদার, রাজু শিকদার, ফোরকান বিশ্বাস, সহ বিশেষ সঞ্চালনায় ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মোটরবাইক সভাপতি ও মাহিন্দ্রা চালক সাধারণ সম্পাদক মোঃ রিপন হাওলাদার।

এ সময় পৌর মেয়র ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া,
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বক্তব্যে বলেন- বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেছিলেন।
তারপর পধারাবাহিকভাবে
১৯৭১’সালের ৭’ই মার্চ রেসকোর্স ময়দানে শ্রমিকদের কল্যাণকার ভাষণ দিচ্ছেন বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তারই ধারাবাহিকতায় নিয়ে আজ শ্রমিকদের ন্যায্য আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা,তিনি যেন সারা জীবন শুধু শ্রমিক নয় বাংলাদেশের প্রতিটি মানুষের পাশে সুখে দুখে পাশে থাকবেন,
ইনশাআল্লাহ।

বক্তব্যে জাতীয় শ্রমিকলীগ বাকেরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবুল কালাম ডাকুয়া বলেন, শ্রমিকদেরকে তাদের অধিকার সম্পর্কে
সচেতন হতে হবে, কর্তৃপক্ষ যদি তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাহলে অত্র অঞ্চলের জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দকে অবহিত করার জন্য আহ্বান জানান।

বাকেরগঞ্জে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হাওলাদার শ্রমিকদের অধিকার আদায়ে অনেক মালিকের উদাসীনতার কথা তুলে ধরেন এবং শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ উপায়ে ট্রেড ইউনিয়ন গঠনে উদ্যোগী হতে আহবান জানান।

জাতীয় শ্রমিকলীগ নেতা-শহিদু্ল ইসলাম হাওলাদার সমাপনী বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। বর্তমান সরকার শ্রমিক অধিকার আদায়ে যথেষ্ট সচেতন ও সোচ্চার। শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে আর পার পাওয়া যাবে না। তাই সকল প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করে বলেন,যদি শ্রমিকদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে জাতীয় শ্রমিক লীগ,বাকেরগঞ্জ উপজেলা কমিটি সকলের সহযোগিতায় দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হবে।

সম্পর্কিত পোস্ট

মুলাদীতে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জামায়াতের

banglarmukh official

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

banglarmukh official

নগরে নতুন নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

banglarmukh official

জমি নিয়ে বিরোধের জেরে যুবককে মারধরের অভিযোগ

banglarmukh official

আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

banglarmukh official

বরিশালে বিএনপি অফিস ভাঙচুরে অভিযোগে সাদ্দাম শাহ‍্ গ্রেপ্তার

banglarmukh official