স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন “। এই স্লোগান নিয়ে যে সংঘটনটির পথ চলা তার নাম বাধন। বাধন একটি স্বেচ্ছাসেবী সংঘটন। যার মূল লক্ষ্যই হল রক্ত সংগ্রহ করে দিয়ে মানুষের সেবা করা। গতকাল ১৮ই মে (শনিবার) বাঁধন, পবিপ্রবি ইউনিট এর উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এখানে প্রায় ২৫০ জন অংশগ্রহণ করে। যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাধন পবিপ্রবি ইউনিট সভাপতি সোহানুর রহমান এবং সাধারণ সম্পাদক ইফরাদ আলম আরো উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টামন্ডলী,ছাত্র উপদেষ্টামণ্ডলী এবং বাঁধন কর্মীবৃন্দ। সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার বন্ধনের সংমিশ্রণের ফলাফলই এই মিলনমেলা। ইফতারের মোনাজাত মাহফিলে সবার জন্য দোয়া চাওয়া হয়।