এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বিপুল পরিমান ইয়াবাসহ রাকিব আটক

বরিশাল শহর থেকে ৪০০ পিস ইয়াবাসহ রাকিব হাওলাদার (২৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ মে) বিকেলে শহরের আমতলার মোড়স্থ মানিক মিয়া কলেজের সম্মুখ থেকে তাকে আটক করা হয়।

আটক রাকিব হাওলাদার বরিশাল সদর উপজেলার জাগুয়া মসজিদ বাড়ি এলাকার আবুল কালামের ছেলে। তবে তিনি শহরের রুপাতলী মান্নান প্লাজা এলাকায় ভাড়া থাকেন।

অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে আমতলার মোড় থেকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী রুপাতলী মান্নান প্লাজা এলাকায় ভাড়া বাসায় অভিযান করে আরও ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official