জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের রংপুরের বাড়ি ‘পল্লী নিবাস’ লকডাউন ঘোষণা করা হয়েছে। তাঁর ছেলে সাংসদ রাহগির আল মাহির (সাদ এরশাদ) দেহরক্ষীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও মহানগর পুলিশের তাজহাট থানা যৌথভাবে এইচ এম এরশাদের রংপুরের দর্শনার ‘পল্লী নিবাস’ বাসভবনটি সোমবার রাতে লকডাউন করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ওই বাড়িতে অবস্থানরত রংপুর-১ (সদর) আসনের সাংসদ এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ ও তাঁর স্ত্রী মহিমা সাদ এরশাদসহ তাঁদের সঙ্গে থাকা মোট ২২ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, গত শনিবার রংপুর মেডিকেল কলেজের ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় সাংসদ সাদ এরশাদের দেহরক্ষীর করোনা পজিটিভ আসে। এ কারণে সরকারি নির্দেশনায় সাংসদের বাড়িটি গত সোমবার রাতে লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ‘পল্লী নিবাসে’ জনসাধারণের প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।