অনুপ চক্রবর্তী:
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের Student Welfare Association of Public Administration (SWAP) নির্বাচন আজ সম্পন্ন হয়েছে।
বিভাগের ছাত্র-ছাত্রীদের নানামুখী উন্নয়ন সাধনের উদ্দেশ্য নিয়ে কাজ করবে এই প্রতিষ্ঠান। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অন্য বিভাগ গুলোতেও এ ধরণের কল্যাণমূলক প্রতিষ্ঠান থাকলে কোন বিভাগেই এভাবে শতভাগ গণতান্ত্রিক পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই এই প্রথম। গত ১৯ মে প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক নির্বাচনী বিধিমালা এবং তফসিল ঘোষণা করে বিভাগের ছ’টি ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র আহ্বান করেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২২ মে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সকাল ১২ টা থেকে বিশ্ববিদ্যালয় এর ২০১৭ নম্বর কক্ষে প্রধান নির্বাচন কমিশনার জনাব রিফাত মাহমুদ, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক মহোদয়ের উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয়।
বিভাগের সকল ব্যাচের সকল শিক্ষার্থী এ নির্বাচনের বৈধ ভোটার হিসাবে সরাসরি ভোটের মাধ্যমে এই প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেন। বিকাল ৩ টা পর্যন্ত চলা এই নির্বাচনে বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থীদের ভিতর ৩১৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আগামি ২৭ তারিখ, রবিবার বিভাগের ইফতার মাহফিলের দিনে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।