করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা
মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ঝালকাঠির এক বাসিন্দার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় করোনা ওয়ার্ডের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁর নাম হুমায়ুন কবির (৫৫)। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলো হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে ১২.১০ মিনিটে তাকে করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।