এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

সবজি বিক্রেতার বিদ্যুৎ বিল ৮ লাখ, চিন্তায় আত্মহত্যা

পেশায় তিনি সবজি বিক্রেতা। অথচ এপ্রিল মাসে বিদ্যুৎ বিল হয়েছে ৮ লাখ ৬৪ হাজার রুপি। কীভাবে পরিশোধ করবেন এত বড় বিল? এই চিন্তায় ঘটে গেল এক দুর্ঘটনা। শেষমেশ গলায় ফাঁস লাগিয়ে নিজ ঘরে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন ওই সবজি বিক্রেতা। বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রের ভারত নগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে লেখা রয়েছে, ‘গলাকাটা এই বিল পেয়ে আমি নিজের জীবন শেষ করে দিচ্ছি।’

মহারাষ্ট্র বিদ্যুৎ বিতরণ কোম্পানি (এমএসইডিসিএল) জানায়, ভুল করে এই বিদ্যুৎ বিল তৈরি করায় ক্লার্ককে বরখাস্ত করা হয়েছে।

খবরে বলা হয়, জগন্নাথ শেলক গত ২০ বছর ধরে দুই রুমের একটি টিনশেড ঘরে তার পরিবার নিয়ে বাস করে আসছেন। গত এপ্রিলে বিদ্যুৎ অফিস থেকে ওই বিলটি আসে। এতে লেখা রয়েছে, ৫৫ হাজার ৫১৯ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করায় তার বিল হয়েছে ৮ লাখ ৬৪ হাজার ৭৮১ রুপি।

বিদ্যুৎ অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, গারখেদা স্টেশনের শাখা প্রকৌশলী ভুল করে পাঞ্চ করলে মিটারে ৬ হাজার ১১৭ দশমিক আট কিলোওয়াট আওয়ারের পরিবর্তে ৬১ হাজার ১৭৮ কিলোওয়াট আওয়ার হয়ে যায়। ফলে মার্চে যাচাই-বাছাইয়ের সময় হিসাব করে বিদ্যুৎ বিল আট লাখ রুপি লেখা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ঠিকমতো কাজ না করায় গত জানুয়ারিতে শেলকের মিটার বদলিয়ে দেয়া হয়।

পুন্দানীনগর পুলিশ স্টেশন ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে লিপিবদ্ধ করেছে।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official