এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ সাহিত্য পাতা

স্বার্থবাজদের গুমর ফাঁস করলেন কবি নজরুলের পুঁতি হিন্দোল কাজী

হুজাইফা রহমানঃ

কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত চুরুলিয়া নজরুল একাডেমি আগলে একদল লোক নিজের স্বার্থ সিদ্ধি করে চলেছে। তাই এবার সেই স্বার্থবাজদেরই গুমর ফাঁস করলেন কবি নজরুলের পুঁতি হিন্দোল কাজী। গতকাল রোববার বিকেলে হিন্দোল কাজী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এবিষয়ে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট করেন। এরপর সেখানে কবি কাজী নজরুল ইসলামের অনেক ভক্ত অনুরাগীরা তীব্র প্রতিবাদ জানিয়ে তার পোস্টে মন্তব্য করেন।

কবি নজরুলের পুঁতি হিন্দোল কাজী’র লেখা পোস্টটি হুবহু এখানে দেয়া হলো, “কবি , সত্যিই আমরা বুঝছি ,আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার ভবিষ্যৎ বাণীর মম্মার্থ আর তোমার কথায় বলতে ইচ্ছা করছে “তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হযরত “, কিন্তু তোমাকে নিয়ে তোমার সৃষ্টিকে নিয়ে যে সকল ভ্রষ্টাচার নিলজ্জের মতো দৃষ্টিকটু আচরণ করছে নিজেদেরকে প্রচারের আলোয় রাখতে লাঙবোর্ডদের নিয়ে ছেলে পুলে বাপ ভাইকে নিয়ে ছবি তুলে কবির অনুরাগী বলে ফেসবুকে ছবি ছাড়ছে তদের উদ্দেশ্যে কবির ভাষায় বলতে ইচ্ছা করছে ,” এতেই তোরা লোক হাসালি বিশ্বে হলি কম দামী” । আমি তরুণ কাজী ,জন্ম আমার কবি নজরুলের পবিত্র মাটি চুরুলিয়া গ্রামে , কবির জন্মস্থানের কবিকে নিয়ে অনেক ভালো মন্দ ঘটনার সাক্ষী , আমি দেখেছি কবির সুযোগ্য ভাইপো নজরুল সাধক চুরুলিয়া গ্রামের রূপকার চুরুলিয়া নজরুল একাডেমির প্রাণপুরুষ কাজী মোজাহার হোসেনের নিঃস্বার্থ জনসেবা ও নজরুল প্রেম । পেয়েছি কবির আর এক ভাইপো কবি অসুস্থ থাকাকালীন কবির সেবায় নিবেদিত প্রাণ কাজী আব্দুস সালাম কে ।

বর্তমানে চুরুলিয়া নজরুল একাডেমি আগলে যারা নিজের স্বার্থ সিদ্ধি করছে তারা ,ওই দুই কবির ভাইপোর নখের যোগ্য নয় , এরাই 2003 সালে নিজেদের স্বার্থ কায়েম করতে চুরুলিয়া নজরুল একাডেমিতে তালা দিয়ে তৎকালীন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কবির ভাইপো কাজী মজাহার হোসেনকে আক্রমণ করে আহত করে গ্রাম থেকে প্রাণ নিয়ে পালাতে বাধ্য করেছিল , তার অপরাধ ছিল তিনি স্বজন পোষণ করেননি , নিজের যথা সর্বস্ব দিয়ে কবির সৃষ্টি সম্পদ কে বিস্তারিত করতে দিন রাত্রি কঠোর পরিশ্রম করে নজরুল একাডেমির সৃষ্টি করেছেন ,যে একাডেমি পরিবার কেন্দ্রিকতা স্বজন পোষণ এর উর্ধে উঠে বিশ্বজনীন রূপে প্রকাশিত হবে ,তাই শুভবুদ্ধি সম্পন্ন জনগণ সেদিন নিজের কাছের বেইমান লোকেদের হাত থেকে তাকে রক্ষা করে তীব্র প্রতিবাদ করে মাজহার হোসেনকে ওই তালা ভেঙে নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আসন সসানম্মানে ফিরিয়ে দেন , তার পর দুর্বৃত্তরা তার ছায়া মারতে ভয় পেত , কিন্তু গত বছর মাজহার হোসেন পরলোকগত হওয়ার পর স্বার্থ লোভী দুর্বৃত্তরা আবার মাথাচারা দিচ্ছে ।

আমি শুভবুদ্ধি সম্পন্ন নজরুল প্রেমী মানুষদের অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন ,বিশ্বমানাবিকতার কবি নজরুলের জন্মস্থানে প্রতিষ্ঠিত নজরুল একাডেমিকে কুয়ার ব্যাঙেদের হাতে নষ্ট হতে না দিয়ে কাজী মোজাহার হোসেনের স্বপনের চুরুলিয়া নজরুল একাডেমি কে বিশ্বজনিন করে তুলি “এটাই হোক আগত নজরুল”

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official