24 C
Dhaka
এপ্রিল ১৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

‌’মোবাইল ব্যাংকিং সেবাকে কেন্দ্র করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বলেছেন বর্তমান সময়ে ডিজিটালাইজেশনের যুগে মোবাইল ব্যাংকিং সেবা মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। যার ফলে এ মোবাইল ব্যাংকিং সেবাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। যারা সাধারণ মানুষের সাথে বিভিন্ন ভাবে প্রতারণা করছে। তাই এই কর্মশালা পুলিশ সদস্যদেরকে বিকাশের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণা বিষয়ক মামলার তদন্ত ও অনুসন্ধানে সহায়তা করবে। এসময় তিনি কর্মশালা আয়োজন করার জন্য বিকাশ লিমিটেডের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শনিবার সকাল সাড়ে ১‌০ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ও বিকাশ লিমিটেডের সহযোগিতায় “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার, তদন্ত ও প্রতিরোধ” সংক্রান্ত কর্মশালা প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিকাশ লিমিটেডের এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের উপদেষ্টা অতিরিক্ত আইজিপি (অবঃ) মোহাম্মদ নাজিবুর রহমান, এনডিসি, পিএইচডির অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের, ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অবঃ) এ কে এম মনিরুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় উপস্থিত পুলিশ সদস্যগনকে বিকাশের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণা বিষয়ক মামলার তদন্ত, অনুসন্ধান ও জনসচেতনতা বৃদ্ধির কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় প্রশ্নোত্তর পর্বে পুলিশ সদস্যগণ তাদের পেশাগত ও বাস্তব জীবনের ঘটনা তুলে ধরেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official