অগ্রণী ব্যাংক বরিশাল চকবাজার কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসারের করোনা পজেটিভ এসেছে।
আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
করোনা আক্রান্ত ওই অফিসারের নাম মেহেদী হাসান।
এর আগে ওই শাখার ব্যবস্থাপক করোনা আক্রান্ত ছিলেন। করোনা আক্রান্ত হলেও বাসায় থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ্য হয়েছেন। তারপর ওই শাখার প্রিন্সিপাল অফিসার আক্রান্ত হলেন।
জানা গেছে, ম্যানেজারের সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হন মেহেদী হাসান।