হুজাইফা রহমানঃ
গত ২২ জুন, ২০১৮; শুক্রবার বরিশালে কবি জীবনানন্দ দাশ রোডের (বগুড়া রোড) কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে “আড্ডা ধানসিড়ি”র ৬৯ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে । “আড্ডা ধানসিড়ি”র আড্ডারুদের উপস্থিতিতে বিকেল চারটা থেকে আড্ডা শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা দু’ঘন্টা প্রাণবন্ত এই সাহিত্য আড্ডা চলে।
আড্ডার শুরুতেই আড্ডারু ছোটন্দ্রনাথ চক্রবর্তী ধানসিড়ি’র সম্পাদক ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন এর পক্ষ থেকে উপস্থিত এবং অনুপস্থিত সকল আড্ডারুদের ঈদ পরবর্তী শুভেচ্ছা জানান। এরপর আড্ডায় নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন কবি সিফাত আরা বাঁধন, আড্ডারু কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী, বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক শেখ সুমন, কবি মাহমুদ অর্ক্য, কবি তৌফিক ওমর, কবি হুজাইফা রহমান। আড্ডায় যোগ দিয়ে জীবননানন্দ দাশ মিলনায়তনে চাকরি করার সুবাদে লভ্য অভিজ্ঞতার আলোকে কবি জীবনানন্দ দাশকে নিয়ে লেখা একটি সুন্দর স্বরচিত কবিতা পাঠ করেন জনাব ওহাব শেখ।
এছাড়াও আজকের আড্ডায় বিশেষ আড্ডারু হিসেবে উপস্থিত হয়েছিলেন সাহিত্য পত্রিকা ‘নবকেতন’ সম্পাদক জনাব আলমগীর হোসাইন আবির। উপস্থিত আড্ডারুদের হাতে তিনি ‘নবকেতন’ এর প্রথম সংখ্যা তুলে দেন। স্বরচিত কবিতা পাঠের ফাঁকে ছিলো আড্ডারু ছোটন্দ্রনাথ চক্রবর্তী’র আবৃত্তি এবং নিজের কথায় সুর দেওয়া কবি হুজাইফার বর্ষা নিয়ে এক অসাধারণ গান। আড্ডাটি সঞ্চালনা করেন ছোটন্দ্রনাথ চক্রবর্তী। পরিশেষে চা চক্রের মধ্য দিয়ে “আড্ডা ধানসিড়ি”র ৬৯ তম আড্ডার পরিসমাপ্তি ঘটে । উল্লেখ্য যে, “আড্ডা ধানসিড়ি” বরিশালের একটি সাহিত্যে আড্ডা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বরিশালের জীবনানন্দ সড়ক (বগুড়া রোডস্থ জীবনানন্দ দাশ এর ভিটায়) অবস্থিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে সাহিত্য প্রেমীদের নিয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।