হুজাইফা রহমানঃ
২২ জুন ২০১৮ রোজ শুক্রবার উল্লাস সাহিত্য পরিষদ, বাটাজোর এর আয়োজনে লক্ষ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী, উল্লাস সাহিত্য পত্রিকা ঈদসংখ্যা প্রকাশনা উৎসব ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাস সাহিত্য পরিষদের সহ সভাপতি স্নিগ্ধ নীলিমা, প্রধান অতিথি অমৃতলাল মহাবিদ্যালয়, বরিশাল এর সাবেক অধ্যক্ষ বিশিষ্ট ছড়াকার কবি তপংকর চক্রবর্তী, বিশেষ অতিথি শেরে-ই বাংলা কলেজ, শিকারপুর এর সাবেক অধ্যাপক কবি ও নাট্যকার আব্দুল হাকিম, কবি ও কথাসাহিত্যিক শফিক আমিন, কবি অপূর্ব গৌতম, কবি আফরোজা রোজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উল্লাস সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শেখ খলিলুর রহমান।
উপস্থিত ছিলেন উল্লাস সাহিত্য পরিষদের সভাপতি উৎপল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কবি ও সংগীত শিল্পী আল আমীন খান, সদস্য কবি এস এম সোহেল আহমেদ, কবি তপন কুমার দাস, কবি কাজল বণিক, কবি সীতা রানী দেবনাথ , বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ , গৌরনদী এর সাধারণ সম্পাদক কবি মুশফিক শুভ, কবি ভবতোষ চক্রবর্তী এবং কবি ও প্রাবন্ধিক হিমু তাজ রক্তিম, কবি ফেরদৌস জান্নাত প্রমুখ ।