করোনা যুদ্ধে বরিশালে নার্সদের অগ্রণী ভূমিকা রাখার নপথ্যে যিনি কাজ করেছেন এবার তিনিই আক্রান্ত হলেন কভিড-১৯ এ।
আজ বৃহষ্পতিবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন স্বানাপ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, শেবাচিমে করোনা যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (নার্সিং সুপারেন্টেন্ডেন্ট) সেলিনা আক্তার (৫৭)। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার রাতে মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে সেলিনা আক্তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সেলিনা আক্তার শারিরীকভাবে সুস্থ হলেও তিনি ও তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বলে জানা গেছে। বিশেষ করে তার মেয়েকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হয়েছে।