30 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ রাজণীতি রাজশাহী

ছাত্রলীগ সভাপতির বুকে ছুরি ঢুকিয়ে দিলেন ফল ব্যবসায়ী

অনলাইন ডেস্ক :

রাজশাহীর তানোরে ছুরিকাঘাতে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুজন আলী (২৮) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন আলী তানোর পৌরসভার রায়চাঁনআক্কা মহল্লার সাজ্জাদ আলীর ছেলে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। গোল্লাপাড়া বাজারে ফলের দোকান রয়েছে তার।

এ ঘটনায় তিনজনতে হেফাজতে নিয়েছে তানোর থানার পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানাতে রাজি হননি তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনও ঘটনায় নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেননি তারা। এ নিয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের আরেক ফল ব্যবসায়ীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় সুজন আলীর। এক পর্যায়ে ওই ব্যবসায়ী সুজনকে ছুরিকাঘাত করেন। মুমূর্ষু সুজনকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসমত আরা জানান, বুকে গভীর ক্ষত নিয়ে ওই যুবককে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official