বরিশালে ঝড়ের কবলে পড়ে ‘এমভি ইনজাম’ নামে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ সময় লঞ্চে থাকা ১৬ যাত্রীই নিরাপদে তীরে ফিরেছেন।
আজ (১৫ জুন) সকালে জেলার কাজীরহাট এলাকার লতা নদীতে এ ঘটনা ঘটে।
এমভি ইনজামের সুকানি নিজাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে ১৬ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করি। সকাল সাড়ে ৭টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। এতে লঞ্চের তলা ফেটে যায়। দ্রুত আমরা পাড়ে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেই৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই নিরাপদ। আশা করছি, লঞ্চ মেরামত করে শুক্রবারের (১৬ জুন) মধ্যে বরিশালে পৌঁছাতে পারব।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, একতলা এই লঞ্চটি বরিশাল টু হিজলা রুটে লঞ্চ চলাচল করে। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। ঝড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে গেছে। ডুবে যাওয়া অংশ তুলতে এরই মধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে।