এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আন্তর্জাতিক

টাকার জন্য অন্তঃসত্ত্বা মেয়েকে বিক্রি করলো মা-বাবা!

টাকার বিনিময় নিজের ১৭ বছর বয়সী অন্তঃসত্ত্বা কিশোরীকে মাত্র ৫০ হাজার রুপির বিনিময়ে বিক্রি করে দিলেন তার মা-বাবা। আর এ অভিযোগে ওই মা-বাবা ও কিশোরীর প্রেমিককে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, ওই কিশোরীর সঙ্গে বিকাশ ভাসাবা নামের এক ব্যক্তির লিভইনের সম্পর্ক ছিল। মেয়েটির মা-বাবা যখন জানতে পারেন তাদের মেয়ে অন্তঃসত্ত্বা। তখন তারা মেয়েকে মেনে নিতে অস্বীকৃতি জানান। বিকাশের কাছে ৫০ হাজার রুপিতে মেয়েটিকে বিক্রি করে দেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের গুজরাটের ভদোদরার শিনোর তালুকা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
নিজেকে বিক্রি করে দেওয়ার কথা জানলেও মেয়েটি সুখেই বসবাস করে আসছিল। কিন্তু গত ১ জুন বিকাশ ওই তরুণীকে বাড়ি ছেড়ে যেতে বলায় থানায় অভিযোগ করে সে।
পুলিশ জানায়, ওই কিশারীর এক প্রতিবেশী তার বাবাকে বলেন, কম মূল্যে তিনি তার মেয়েকে বিক্রি করেছেন। যেহেতু কিশোরী মেয়ে তাই দাম কমপক্ষে ৫ লাখ হওয়া উচিত ছিল। এরপর থেকে ওই কিশোরীর বাবা বিকাশের কাছে অতিরিক্ত অর্থ দাবি করেন। কিন্তু সাধারণ শ্রমিক বিকাশ অতিরিক্ত কোনো অর্থ তাকে দিতে পারেননি।

ওই কিশোরীর বাবা যখন বিকাশকে অতিরিক্ত অর্থ আদায় করতে চাপ দেন, তখন বিরক্ত হয়ে বিকাশ ওই কিশোরীকে তার বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে গুজরাট পুলিশ ওই কিশোরীর মা-বাবা ও তার প্রেমিক বিকাশকে আটক করে।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official