হুজাইফা রহমানঃ
দখিনের কবিয়ালের ঈদ পুনর্মিলনী ও বর্ষার কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। ৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, ২৩ জুন ২০১৮ শনিবার বিকাল ৫ টায় বর্ষার কবিতা পাঠ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান “দখিনের কবিয়াল” এর উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রি-ক্যাডেট স্কুল, চৌরাস্তা, পটুয়াখালী । কবি ও কথা সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সুভাষ চন্দন, কবি আনোয়ার হোসেন বাদল, কবি আনিসুর রহমান, কবি রওশন জাহান মাসুমা, কবি মোঃ আতাউর রহমান খান অরিফ, কবি মোহনা ইসলাম, কবি ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন মানিক, কবি মোঃ ওমর ফারুক, কবি জমির উদ্দীন হৃদয়, কবি মোঃ ইমরান হোসেন পিয়াল, কবি মোঃ নেছার উদ্দীন, কবি, গীতিকার ও শিল্পী হুজাইফা রহমান, কবি মাহিন, কবি ও বাচিক শিল্পী লুৎফুল বারি পান্না আবৃতি করেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা কবিতা । সব শেষে অনুষ্ঠানের মধ্যমণি ও সম্মানিত অতিথি কথা সাহিত্যিক কবি শফিক আমিন পাঠ করেন “ব্রেকিং নিউজ” শিরোনামের অণুগল্পটি ।
আড্ডার ফাকে সুঘ্রাণ মিশ্রিত বোম্বাই মরিচ দিয়ে বিশেষ ভাবে তৈরী শিঙ্গাড়া, মুড়ি ও চা চক্রের ভেতর কবি শফিক আমিন বৃহত্তর বরিশালে ২০১৮ সালে প্রকাশিত বই ও লেখকদের নিয়ে “আমাদের লেখালেখি” (সম্ভাব্য) ব্যানারে একটি ‘বই উৎসব’ এর পরিকল্পনার কথা সবাইকে উদ্দেশ্য করে তুলে ধরেন । আড্ডার সবাই বিষয়টিকে সাধুবাদ জানান এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর হোসেন মানিক “দখিনের কবিয়াল”।
অনুষ্ঠান শেষে সভাপতি সভা শেষ করার অনুমতি দেন বিশেষ অতিথি জনাব আতাউর রহমান খান আরিফকে । তিনি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্ত ঘোষণা করেন । আড্ডা শেষে বৃহত্তর বরিশালের লেখকগণ ২০১৮ তে প্রকাশিত বই কবি ও কথা সাহিত্যিক শফিক আমিনের হাতে তুলে দেন কবি আনোয়ার হোসেন বাদল, কবি রওশন জাহান মাসুমা । “দখিনের কবিয়াল” জাহাঙ্গীর হোসেন মানিক দায়ীত্ব নিয়ে তার সংগ্রহিত কবি দীপ্তি ইসলাম, কবি বাবুল সিরাজী, কবি অধ্যাপক: ড. এস এম আনোয়ারা, কবি ও গবেষক ড. আনু মাহমুদ, কবি মমতাজ বেগম, কবি ইবিএম ওয়ালিদ এর বইগুলো তুলে দেন । পরিশেষে কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক মাসুদ আলম বাবুল তার ২০১৮ তে প্রকাশিত বইগুলো দিয়ে বিদায় জানান ।